মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক:
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের
৬০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। ডিসেম্বরে হবে বাণিজ্যিক উৎপাদন।
কোল পাওয়া জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর নির্বাহি পরিচালক আবুল কালাম আজাদ এনার্জি বাংলাকে জানিয়েছেন, আজ শনিবার বেলা ১২টার দিকে ৫ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে উৎপাদন শুরু হয়। পর্যায়ক্রমে তা ১৫০ মেগাওয়াট পর্যন্ত হয়। এভাবে উৎপাদন করা হবে আবার বন্ধ করা হবে। নানা পরীক্ষা-নিরীক্ষা চলবে ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দ্বীপ মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নে ৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটো ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে।
জাপানের ঋণ প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই কেন্দ্র।
পুরো প্লান্টে প্রতিদিন ১০ হাজার টন ও প্রতিটি ইউনিটে পাঁচ হাজার টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত তিন লাখ টন কয়লা আনা হয়েছে। আরও ৬৫ হাজার টন কয়লা আগামী ৭ই আগস্ট আসবে।
আগামী বছর ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট চালু হবে।