মাত্র নয় মাসে সামিটের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
মাত্র নয় মাসে ৩০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করল সামিট। গাজীপুরে এই কেন্দ্রর উৎপাদন শুরু হয়েছে।
১০ই অাগষ্ট ২০১৭ সালে শুরু করে ৫ই মে শেষ করা হয়েছে।
সামিটের পক্ষ থেকে বলা হয়েছে, আজ ৯ই মে এই কেন্দ্রর ১০০ ঘণ্টা বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগতা পরীক্ষা শেষ করা হয়েছে।
এই বিদ্যুৎকেন্দ্রর জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ফার্নেস ওয়েল।
এটা সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্প।
সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড এর এই কেন্দ্র ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার কড্ডায় অবস্থিত। এখান থেকে টঙ্গী এবং কালিয়াকৈরের গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সামিট করপোরেশন লিমিটেড এবং সামিট পাওয়ার লিমিটেডের যৌথ মূলধনী কোম্পানি সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেড। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ১৫ বছর এখান থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করেছে।
আগামী জুলাই মাসে সামিট পাওয়ারের গাজীপুরে ১৫৬ মেগাওয়াটের আরও একটা কেন্দ্র উৎপাদনে আসার কথা আছে। এছাড়া মেঘনাঘাট ৫৮৩ মেগাওয়াট-২ আসবে ২০২১ সালে।
বর্তমানে সামিট বিবিয়ানা থেকে ৩৫২ মেগাওয়াট এবং মেঘনাঘাট-১ থেকে ৩৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এছাড়া, বরিশাল, নারায়ণগঞ্জ, আশুলিয়া, জাঙ্গালিয়া, রূপগঞ্জ, মাওনা, মাধবদী ও চান্দিনায় সামিটের বিদ্যুৎকেন্দ্র আছে।