মাথাপিছু আয় ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা

নিজস্ব প্রতিবেদক:

দেশের মাথাপিছু আয় ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা বা ২ হাজার ৫৯১ ডলার।

২০২০-২১ অর্থবছরের হিসাব দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য জানিয়েছে।

জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভা শেষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এম এ মান্নান জানান, চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ।

শামসুল আলম বলেন, প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানি আয় বাড়ার কারণে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়েছে। এটা ছিল প্রত্যাশিত। এখানে কোনো ম্যাজিক নেই।

বিবিএসের তথ্যানুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

পরিকল্পনামন্ত্রী বলেন, করোনা মহামারীর জন্য ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৫১ শতাংশে নেমে গিয়েছিল, যা ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম। এরপর ২০২০-২১ অর্থবছরের বাজেটে সরকার ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করায় তা সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়। এখন চূড়ান্ত হিসাবে ৬ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয় মাথাপিছু ভাগ করে দেওয়াই মাথাপিছু আয়।

মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করার জন্য সম্প্রতি নতুন ভিত্তিবছর চূড়ান্ত করেছে। ২০১৫-১৬ ভিত্তিবছর ধরে এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা শুরু হয়েছে। এত দিন ২০০৫-০৬ ভিত্তিবছর ধরে করা হতো।

অর্থনীতির প্রধান তিন সূচক কৃষি, শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি প্রাথমিক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে বেশি হয়েছে। সে কারণে জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ও বেড়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে অর্থনীতির প্রধান তিন খাতের মধ্যে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১৭ শতাংশ, শিল্প খাতে প্রবৃদ্ধি ১০ দশমিক ২৯ শতাংশ। আর সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ।