মানিকগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, নিহত ১
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বরং গাইল এলাকায় একটি সিএনজি স্টেশনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন ৬ জন।
সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রুমী সিএনজি স্টেশনের কম্প্রেসার রুমে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বিকল শব্দে ওই রুমের ছাদ উড়ে যায়। এ সময় পুরো রুমে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি স্টেশনের এক কর্মী। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও ঘিওর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতরা হলেন- মো. পাখী (৪০), সোনা উদ্দিন (৩৫), আশরাফ আলী (৪৩), দেলোয়ার হোসেন (৪০), মাসুম (৪৮) এবং লেবু মিয়া (৪১)। প্রথমে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
—