মার্চ মাসের জন্য এলপি গ্যাসের দাম কমল

নিজস্ব প্রতিবেদক:
মার্চ মাসের জন্য এলপি গ্যাসের দাম কমল। প্রতিকেজি এলপি গ্যাসের দাম ১২৪ টাকা ৮৫ পয়সা থেকে কমিয়ে ১১৮ টাকা ৫৪ পয়সা করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি নতুন দাম নির্ধারন করেছে। ১২ কেজি এলপি গ্যাসের দাম ফেব্রুয়ারি মাসে ছিল ১ হাজার ৪৯৮ টাকা। মার্চ মাসের জন্য তা করা হয়েছে ১ হাজার ৪২২ টাকা। এই হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমেছে ৭৬ টাকা। সৌদি আরামকোতে প্রতি মেট্রিক টন ৫৭ ডলার কমে ৭৩৩ ডলার হয়েছে। এজন্য এখানেও কমানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। এলপি গ্যাসের সাথে গাড়িতে ব্যবহার করা অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতিলিটার ৬৯ টাকা ৭১ পয়সা থেকে ৩ টাকা ৪৯ টাকা কমিয়ে ৬৬ টাকা ২২ পয়সা করা হয়েছে।