মালয়েশিয়া থেকে এলএনজি আনতে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক:
তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে মালয়েশিয়ার সাথে চুক্তি হয়েছে।
এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক ভার্চুয়ালি সই হয়েছে। ১৩ই জুলাই এই চুক্তি সই হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের (অর্থনীতি) মন্ত্রী দাতো মোস্তফা মোহাম্মদ এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সমঝোতায় সই করেন।
ভার্চুয়াল সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উভয়ই প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। উভয় মন্ত্রীই এই চুক্তিকে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ যাত্রায় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তারা আশা করেন এই সমঝোতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রশস্ত করবে।
সমঝোতা অনুযায়ী মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাস এলএনজি লিমিটেড এবং গ্লোবাল এলএনজি এসডিএন বিএইচডি আর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন (পেট্রোবাংলা) এলএনজি সরবরাহ দায়িত্বে থাকবে।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।