মাশুল ছাড়া বিদ্যুৎ বিল শোধ করা যাবে
নিজস্ব প্রতিবেদক:
চলতি মাসে মাশুল বা জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল শোধ করা যাবে। পিডিবি, আরইবিসহ সকল বিতরণ কোম্পানির গ্রাহকদের জন্য এই সুবিধা দেয়া হয়েছে। জুন মাসের যে বিল জুলাই মাসের ২০ তারিখের মধ্যে শোধ করার কথা তা ৩১ শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
পিডিবি ও ডেসকো থেকে জানানো হয়েছে, জুন মাসের বিল বিলম্ব মাশুল ছাড়া ৩১শে জুলাইয়ের মধ্যে শোধ করা যাবে। ডিপিডিসি জানিয়েছে, ২৮ শে জুলাইয়ের মধ্যে শোধ করলে বিলম্ব মাশুল দেয়া লাগবে না।
যারা ব্যাংকের মাধ্য বা সরাসরি অর্থ শোধ করবেন তাদের ৩১শে জুলাই শুক্রবার হওয়ায় ৩০শে জুলাইয়ের মধ্যে অর্থ শোধ করতে হবে।
মাশুল বা জরিমানা মওকুফ করতে গেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অনুমোতি নিতে হবে। এজন্য ইতিমধ্যে ডেসকো বিইআরসিতে আবেদন করেছে।
নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল শোধ না করলে ৫ শতাংশ মাশুল দেয়া লাগে।