মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দম্পতি দগ্ধ
রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের দেড় বছরের মেয়ে দগ্ধ হয়েছে দগ্ধ হয়েছেন।
শুক্রবার দুপুরে মিরপুর ১২ ব্লক ডি, লাইন ২৯ কালাপানি এলাকার ৬ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, শাহানা (২৫) ও স্বামী রনি (৩০)ও দেড় বছরের মেয়ে রোজী।
দগ্ধ অবস্থায় শাহানার চাচা মকবুল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসেন।
আহত শাহানা জানান, রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে দিয়াশলাই জ্বালাতেই দগ্ধ হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে স্বামী রনির হাত ও মাথা পুড়ে যায়।
ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী শাহানার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। রনির হাত ও মাথা সামান্য দগ্ধ হয়েছে। শাহানাকে অবজারভেশনে রাখা হয়েছে। রনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।