মিয়ানমারে খনিতে ধস: নিহত ৭০
উত্তর মিয়ানমারে একটি রত্নখনিতে ভয়াবহ ধস নেমে মৃত্যু হল ৭০ জনের। নিখোঁজ একশোরও বেশি। শনিবার বিকেলে মিয়ানমারের কাচিনে এই দুর্ঘটনা ঘটে।
চীনের সীমান্ত লাগোয়া এই কাচিনে উন্নত মানের রত্ন পাওয়া যায়। সে কারণে প্রচুর খনি গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে। মূলত, স্থানীয় বাসিন্দারাই এই খনিগুলিতে কাজ করে। খনির পাশে রাখা বাতিল রত্নগুসলিই ওই দিন বাছছিলেন শ্রমিকরা। ঠিক তখনই ধস নামে। ধসেই চাপা পড়ে মৃত্যু হয় ৭০ জনের। বেশ কয়েকটি বাড়ি-ঘরও ধসের নীচে চাপা পড়ে যায়। যোগাযোগের মাধ্যম উন্নত মানের না হওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।