মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ দিতে ৪০০ কেভি সঞ্চালন লাইন

নির্মাণাধীন মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করতে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন নতুন সঞ্চালন লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি)। এখানে ১৭ কিলোমিটার সঞ্চালন লাইন করা হবে।
এজন্য আজ বুধবার পিজিসিবি প্রধান কার্যালয়ে ভারতীয় প্রকৌশল প্রতিষ্ঠান কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লি. এর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি সই করা হয়। চুক্তি অনুযায়ী আগামী ১৫ মাসের মধ্যে টার্নকী পদ্ধতিতে সঞ্চালন লাইন নির্মাণ করে পিজিসিবি’র কাছে হস্তান্তর করবে কল্পতরু। এ কাজে খরচ হবে প্রায় ৮২ কোটি ২১ লাখ টাকা। পিজিসিবি ও সরকার এ কাজে অর্থায়ণ করছে।
পিজিসিবি’র পক্ষে কোম্পানী সচিব মো. আশরাফ হোসেন এবং কল্পতরু’র পক্ষে ব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) অরিত্র বোস  চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)  নির্মিতব্য মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন ধরণের দেশীয় ও রপ্তানীমুখী কলকারখানা নির্মাণ করা হচ্ছে। এখানে ব্যাপক বিদ্যুতের চাহিদা তৈরি হবে। বেজা ইতোমধ্যে পিজিসিবি’র গ্রীড উপকেন্দ্র করার  জন্য ৫০ একর জাৃয়গা বরাদ্দ করেছে। নতুন নির্মিতব্য ৪০০ কেভি ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইনে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এসময় পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক চৌধুরী আলমগীর হোসেন, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ শফিকউল্লাহ, মো. শাফায়েত হোসেন, প্রকল্প পরিচালক মো. রুব্বাতুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।