মেরামত শেষে সরবরাহ শুরু, ২ হাজার লিটার তেল নষ্ট
বিবিয়ানা-আশুগঞ্জ উত্তর-দক্ষিন কনডেন সেট (জ্বালানী তেল) সরবরাহ লাইনের ছিদ্র মেরামত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পাইপ দিয়ে কনডেন সেট সরবরাহ শুরু হয়েছে। সোমবার এ সরবরাহ লাইনে আশুগঞ্জের আলমনগর-চরচারতলা এলাকায় ছিদ্র হয়। এতে তেল বের হয়ে ইরি জমিতে ছড়িয়ে পড়ে। জিটিসিএল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক হিসেবে এতে প্রায় দুই হাজার লিটার তেল নষ্ট হয়েছে।
বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ গ্যাস কুপ থেকে পাওয়া গ্যাসের উপজাত কনডেন সেট (জ্বালানী তেল ) পাম্প করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লি. (জিটিসিএল) এর একটি ছয় ইঞ্চি ব্যাসের পাইপের মাধ্যমে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কো¤ক্সানী লি. (আরপিজিসিএল) আশুগঞ্জ স্টেশনে পাঠায়। এ ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য (বিবিয়ানা-আশুগঞ্জ) ১৭৫ কিলোমিটার।
জিটিসিএল আশুগঞ্জ কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মোমেন জানান, প্রাথমিক হিসেবে প্রায় দুই হাজার লিটার তেল নষ্ট হয়েছে। ২/১ দিনের মধ্যে সঠিক পরিমান জানা যাবে।