মে মাসে দুই লাখ গ্রাহককে প্রি পেইড মিটার দেবে তিতাস
দুই লাখ আবাসিক গ্রাহকদের প্রিপেইড গ্যাস মিটার সরবরাহ করতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি। আগামী মে মাস থেকেই এই মিটার স্থাপনের কাজ শুরু করা হবে।
এই প্রি পেইড মিটার স্থাপনে আজ বৃহস্পতিবার জাপানী প্রতিষ্ঠান টয়োকেইকি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে তিতাস।
তিতাস গ্যাসের পক্ষে কোম্পানির সচিব মোস্তাক আহমেদ ও টয়োকেইকি কোম্পানির পক্ষে কোম্পানির পরিচালক কিয়োটাকা মিয়াহারা চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, সরকার ও জাইকার অর্থায়নে ”প্রিপেইড গ্যাস মিটার স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় দুই লাখ আবাসিক গ্রাহকদের এই অত্যাধুনিক সুবিধা দেয়া হবে। আগামী মে মাস থেকেই এই কার্যক্রম শুরু করা হবে। গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, বাড্ডা, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, মিরপুর, উত্তরা ও এর আশেপাশের এলাকাগুলোতে মিটার স্থাপনের কাজ শুরু করা হবে বলে তিতাস জানায়।