মৌলভীবাজারে আবারও গ্যাস সরবরাহ বন্ধ

জেলা শহরে বৃহস্পতিবার দুপুর থেকে আকস্মিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে করে বন্ধ হয়ে গেছে রান্না। চলতি রমজান মাসে এটা তৃতীয় দফা বিপর্যয়।

এর আগে ২১ জুন গ্যাসের অভাবে শহরের কয়েক হাজার লোক সময়মত ইফতার আয়োজন করতে পারেনি। অনেকে পরিবার দোকান-পাট থেকে ইফতার সংগ্রহ করে। রমজান মাসে ঘন ঘন জ্বালানি সংকটে জনমনে ক্ষোভ দানা বাঁধছে।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সূত্র জানায়, শহরে সাড়ে ৬ হাজারের মত আবাসিক গ্রাহক রয়েছেন। এছাড়া আরও শতাধিক বাণিজ্যিক গ্রাহক রয়েছেন। যাদের দৈনন্দিন রান্না বান্না পুরোটাই গ্যাসের উপর নির্ভরশীল।

কর্তৃপক্ষ জানায়, শাহাজিবাজার গ্যাসক্ষেত্র থেকে ৩টি পাওয়ার প্লান্টে অতিরিক্ত লোড নেওয়ায় মৌলভীবাজারের দিকে সরবরাহ বন্ধ হয়ে গেছে।