যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজা পুণ্যি দেশ

মাঘের শেষে হঠাৎ বৃষ্টিতে ভিজে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়। আজ বুধবারও দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে। প্রবাদ আছে “যদি বর্ষে মাঘের শেষ, ধন্যি রাজা পুণ্যি দেশ’। বাংলাদেশের আবহাওয়াও এখন এমনই।
সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কয়েক মিনিটের হালকা বৃষ্টি ভিজিয়ে দেয় রাজধানীকে। বারিধারা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, কাকরাইল, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, হাতিরঝিল, শুটিং কাব, গুলশান ১, গুলশান ২ এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। মাঝরাতের এ বৃষ্টিতে বরং শহরের ধুলাবালি আর কুয়াশা কমিয়ে দিয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘলা এবং হালকা কুয়াশাচ্ছন্ন ছিল। আবহাওয়া অফিস জানায়, দেশের গতকাল দণিাঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। দু’দিন পর আবার সারাদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম থাকলেও এখন থেকে সার্বিকভাবে তাপমাত্রা বাড়তে থাকবে। কুয়াশা থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরণের।
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায় ৭১ মিলিমিটার। এরপর মাদারীপুওে ১৬ মিলিমিটার, ঢাকায় ১, ফরিদপুরে ১০, গোপালগঞ্জে ৩, চাঁদপুরে ৫, রাজশাহীতে ৩, ঈশ্বরদীতে ১১, তারাশে ১, সৈয়দপুওে ১, যশোরে ১৩ এবং কুমারখালীতে মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেট, রংপুর, দিনাজপুর, বগুড়ায় সামান্য বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে আজ বুধবার রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।