যাত্রাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ, পাঁচজন দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন দগ্ধ হয়েছেন।
বুধবার সকালে মাতয়াইল কোণাবাড়ীর মোমিনবাগ এলাকার রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রেস্টুরেন্টে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। দগ্ধরা রান্না ঘরে কর্মরত ছিলেন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপতালে বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। এরা হলেন, ফারুক (৪২), চান মিয়া (৬০), হারুন (৫০), ফেলানী (১৮) ও বেলাল (৫০)। এদের মধ্যে ফারুক ও চাঁন মিয়ার অবস্থা আশংকাজনক।
ঢামেক বার্ন ইউনিট থেকে জানা যায়, অগ্নিদগ্ধের মো. ফারুক মিয়ার শরীরের ৬৬ শতাংশ এবং মো. চাঁন মিয়ার ৫৭ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের শরীরের ১০-১২ শতাংশ পুড়ে গেছে।
অগ্নিদগ্ধরা জানান, সকালে রেস্টুরেন্টের কিচেন রুমে বাচুর্চি ও তার সহকারী রান্না করতে চুলায় ধরাতে গেলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়।