যুক্তরাষ্ট্রের উপকূলে হারিকেন আর্থার আঘাত হেনেছে

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা উপকূলে বৃহস্পতিবার রাতে হারিকেন আর্থার আঘাত হেনেছে। স্বাধীনতা দিবসের ছুটির প্রাক্কালে ঝড়টি আঘাত হানল।

এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটার। এর ফলে সেখানকার কয়েক হাজার বাসিন্দা ৪ জুলাই তাদের ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় শুক্রবার ৩টা ১৫) কেপ লুকআউট ও বিউফোর্টের মধ্যবর্তী স্থানে মৌসুমের প্রথম হারিকেনটি আঘাত হানে।
আঘাত হানার পর হারিকেনটির তীব্রতা হ্রাস পেয়ে ২ ক্যাটাগরির ঝড়ে পরিণত হয়েছে।

ঝড়ের কারণে কয়েক হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফেরি ও মহাসড়কগুলো এ সময় মানুষে পূর্ণ ছিল। দ্বীপপুঞ্জটি আউটার ব্যাংকস নামে পরিচিত।

রাজ্যের উপকূলীয় শহরগুলো স্বাধীনতা দিবস অনুষ্ঠান ও আতশবাজি উৎসবের সময়সূচি পরিবর্তন করেছে।

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আর্থার শক্তি সঞ্চয় করে হারিকেনে পরিণত হবার পর বৃহস্পতিবার ভোরে আউটার ব্যাংকসের পূর্ব প্রান্তে অবস্থিত হাটিরাস আইল্যান্ডের সকলকে বাধ্যতামূলক অপসারণ করা হয়।

ওই দিন পরে শক্তি হ্রাস পেয়ে ঝড়টি ক্যাটাগরি ২ ঝড়ে পরিণত হয়। এর অর্থ বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯৬ কিলোমিটারে নেমে আসে।–এএফপি