যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ১৮ বছরের মধ্যে সবচেয়ে কম

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেক কমেগেছে। এখন ১৮ বছরের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে।
সোমবার হালকা অপরিশোধিত তেল বা ব্রেন্ট ক্রড অয়েলের দাম ছিলো ব্যারেল প্রতি ২৩ ডলার তিন সেন্ট, যা ২০০২ সালের নভেম্বরের পর সবচেয়ে কম। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম একদিনে ব্যারেল প্রতি ২০ ডলার কমে গেছে।
করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ায় দামের এই পতন। ব্যারেল প্রতি ২৬ ডলার ১৮ সেন্ট পর্যন্ত কমেছে।