রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে: জ্বালানি উপদেষ্টাকে আমদানিকারকরা
সংবাদ বিজ্ঞপ্তি, ঢাকা (মঙ্গলবার, ২০শে জানুয়ারি ২০২৬):
রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে বলে জ্বালানি উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন আমদানিকারকরা।
এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সভাপতিত্বে মঙ্গলবার রেলভবনে সভা হয়। সভায় তারা এই আশ্বাস দেন।
সভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করেন। জাতীয় নির্বাচনের আগে এবং রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে সে লক্ষে সর্বাত্মক চেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন উপদেষ্টা। তিনি বলেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে উদ্যোক্তারা এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। লক্ষ বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন।
আমদানিকারকদের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এরকম কোন অভিযোগ তারা অস্বীকার করেন। তারা উপদেষ্টাকে জানান জানুয়ারি মাসে সম্ভাব্য এক লাখ ৬৭ হাজার ৬শ মেট্রিকটন এলপি গ্যাস আমদানি হলে এ সংকট অনেকটা কেটে যাবে।
সভায় বিইআরসি চেয়ারম্যান, জ্বালানি বিভাগের সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।