রশিদপুর ক্ষেত্রর আট নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
সিলেটের রশিদপুর গ্যাস ক্ষেত্রর আট নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার দুপুরে এই গ্যাস উত্তোলন হয়।
আপাতত এখান থেকে দৈনিক এক কোটি ঘনফুট করে গ্যাস জাতীয় গ্রীডে যোগ করা হবে। পরে এই উৎপাদন দেড় কোটি হতে পারে।
গতমাসের প্রথমে এই কূপ খননের কাজ শুরু করে রাশিয়ার রাস্ট্রয়াত্ব তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী বলেন, শুক্রবার দুপুরের দিকে এই কূপ থেকে পরীামূলক গ্যাস উত্তোলন হয়েছে। এই কূপ থেকে এক কোটি থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস দৈনিক উত্তোলন করা যাবে।
পেট্রোবাংলা সূত্র জানায়, রশিদপুর গ্যাস ক্ষেত্রর ৯, ১০ ও ১১ নম্বর কূপেও গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করা হচ্ছে। পর্যায়ক্রমে সেখান থেকেও গ্যাস পাওয়া যাবে। রশিদপুর থেকে আরো সাত কোটি পঞ্চাশ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন বাড়ানো হবে।
বর্তমানে এই ত্রের চারটি কূপ থেকে দৈনিক চার কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।