রাজধানীর কয়েক এলাকায় গ্যাস নেই
রাজধানীর কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। আজ সোমবার ভোর থেকে রাজধানীর রামপুরা, বনশ্রী, মহানগর প্রজেক্ট, খিলগাঁওসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। তিতাসের পক্ষ থেকে কোন ঘোষণা ছাড়াই এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ব রামপুরায় সংস্কারকাজ চলার সময় রোববার তিতাসের গ্যাস লাইনের ৬ছয় ইঞ্চি ব্যাসের পাইপ কাটা পড়ে। এজন্য ঐ সংশ্লিষ্ঠ এলাকায় ¯^াভাবিক গ্যাস সরবরাহ করা যায়নি। পাইপ মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ে পাইপ মেরামত শেষ হবে।
ঘোষণা ছাড়া এমন গ্যাস না থাকায় বিপাবে পড়ে এলাকার মানুষ। সকাল থেকে হোটেলের খাবারের উপর নির্ভর করতে হয় তাদের।