রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্রর কাজ শুরু: ভেলের সাথে চুক্তি
রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরুর ক্ষণ গণনা শুরু হল। ৪১ মাসের মধ্যে এর প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
বিদ্যুৎ কেন্দ্রর অবকাঠামো তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শুরুর জন্য বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) ও ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডের (ভেল) সাথে সোমবার চুক্তি হয়েছে।
ভেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কার্যাদেশ অনুযায়ী তারা এই বিদ্যুৎকেন্দ্রের নকশা তৈরি থেকে শুরু করে নির্মাণের পুরো কাজ এমনকি নদীতে জেটি স্থাপনের কাজও ‘টার্নকি’ ভিত্তিতে করবে। তারা রামপালে পরিবেশ রক্ষায় এফজিডি প্লান্ট স্থাপন করবে। এতে বিদ্যুৎকেন্দ্র থেকে বের হওয়া সালফার গ্যাস সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। ছাই দূষণ বন্ধ করা এবং পানি শোধনাগারও করা হবে।
এ বিষয়ে বিআইএফপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল ভট্টাচার্য জানান, চুক্তি সইয়ের দিন থেকে ৪১ মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করতে হবে। সে হিসাবে ২০২০ সালের সেপ্টেম্বরে এটি চালু হবে। আর দ্বিতীয় ইউনিট চালু করার কথা এর ছয় মাস পর।
বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ১ হাজার ৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) নামে যৌথ কোম্পানি গঠন করে এই কেন্দ্র করা হচ্ছে। এই কোম্পানির ৫০ শতাংশ করে মালিক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) লিমিটেড। মোট ২০০ কোটি ডলারের এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৬০ কোটি ডলার ঋণ দেবে ভারতের এক্সিম ব্যাংক।