রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের সাধনার মোড় এলাকায় সিপিবির বাগেরহাট শহর শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানাববন্ধনে মহিলা পরিষদ, ওয়ার্কার্স পার্টি ও ছাত্র ইউনিয়ন বাগেরহাট জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-সিপিবির বাগেরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যাদু, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক তুষার কান্তি দাস, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, ছাত্র ইউনিয়নের জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম সজীব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের ভয়াবহ ক্ষতি হয়েছে। বন ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। সুন্দরবন বাঁচাতে এর ভেতর দিয়ে প্রবাহিত নদীতে সব ধরনের নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এছাড়া সুন্দরবনে কোনো স্থাপনাও নির্মাণ করা যাবে না।
সুন্দরবনকে রক্ষা করতে এতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ ও রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।