রামপালে ফুটবল টুর্নামেন্ট

rampal football

 

 

বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (বিআইএফপিসিএল) মৈত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। রামপালের ১০ টি ইউনিয়নের ১০টি ফুটবল ক্লাব এতে অংশ নেয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উজলকুর ইউনিয়ন ক্লাব।

শনিবার খেলা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহান উপস্থিত থেকে ‍চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন।
এর আগে, ফাইনাল ম্যাচ ‍উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপ-মন্ত্রী হাবিবুন নাহান । এসময় রামপাল বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক এসসি পান্ডে, উপপ্রকল্প পরিচালক রেজাউল করিম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পালসহ কোম্পনির ও স্থানীয় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ‍উপস্থিত ছিলেন। বিআইএফপিসিএল-এর ‍উপব্যবস্থাপক তরিকুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।