রামপালে বিদ্যুৎকেন্দ্র: হরতালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মান প্রক্রিয়া বাতিলের দাবিতে আগামীকাল অর্থাৎ ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির ডাকা এই হরতালে সমর্থন দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। তারা হরতালে সব শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ রাখার আহ্বান জানায়।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এই আহ্বান জানান জোটের সমন্বয়ক ও বিপ­বী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাক জি এম জিলানী শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার ও ইডেন কলেজ শাখার সভাপতি নবীনা আক্তার।
ইকবার কবীর বলেন, সরকার রামপালে বিদ্যুৎ কেন্দ্র করতে মরিয়া হয়ে উঠেছে। সরকারের দমন-পীড়ন আর মিথ্যাচার, সুন্দরবন রক্ষা আন্দোলন আরও বেশি জনসম্পৃক্তা ও নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়েছে। কবীর বলেন, জাতীয় কমিটির ঘোষিত হরতাল দেশ রক্ষার হরতাল। প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে আমরা এই হরতালে পূর্ণ সমর্থন জানাই। সেইসঙ্গে ঢাকার সব শিক্ষার্থী-শিক্ষকদের ক্লাস, পরীক্ষা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ রেখে হরতালে শরিক হওয়ার আহ্বান জানাই। হরতাল সফল করতে আজ বধুবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়েল টিএসসি থেকে প্রচারণামূলক মশাল মিছিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
লাকী আক্তার বলেন, এই হরতাল কোনো সহিংস হরতাল নয়, শিক্ষার্থীরা নৈতিকভাবে সমর্থন জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করবেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।