রামপালে বিদ্যুৎকেন্দ্র: বাণিজ্যিক উৎপাদন শুরু ২৫শে নভেম্বর

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের রামপালে স্থাপিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ইউনিট-১-এর নির্মাণকাজ শেষ। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন চলছে। ২৫শে নভেম্বর বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইদ একরাম উল্লা এনার্জি বাংলাকে বলেন, প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সম্পূর্ণ তৈরি। ২৫শে নভেম্বর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় দিয়েছে। সে দিন থেকে উৎপাদন শুরু করে পর্যায়ক্রমে দু-তিন দিনের মধ্যে পুরোটা উৎপাদন শুরু করা যাবে।
প্রথম ইউনিট থেকে ১৫ই আগস্ট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ঐ দিন ৯১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আনা হচ্ছে। বেসরকারিভাবে বসুন্ধরা গ্রুপ এই কয়লা আমদানি করছে। আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি পর্যন্ত বসুন্ধরার আনা কয়লায় এই বিদ্যুৎকেন্দ্র চলবে।
দীর্ঘমেয়াদি কয়লা আনার জন্য দরপত্র আহবান করা হয়েছিল। বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান কয়লা আমদানির দর প্রস্তাব জমা দিয়েছে। তাদের দর প্রস্তাব মূল্যায়ন কাজ চলছে বলে বিআইএফপিসিএল সূত্র জানিয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে এ ইউনিটের উদ্বোধন করেন।
মোট ১৬ হাজার কোটি টাকা খরচে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ করে দুই ইউনিটে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।