রামপালে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) পনির ফিল্টার ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেছে।
আজ সোমবার বাগেরহাট জেলার রামপালে এসব বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

কমিউনিটি ডেভলপমেন্ট কর্মসূচীর আওতায়
রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রামপালের ১৫টি স্কুলে ও ৪টি কলেজে ৭৬টি পানির ফিল্টার এবং স্থানীয় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে একই স্থানে কোম্পানীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ প্রকল্প-এর প্রকল্প পরিচালক এস.সি পান্ডে সভাপতিত্ব করেন। এতে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এবং উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল করিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ স্থানীয় ব্যক্তিকে চিকিৎস্যা সেবা দেয়া হয়। দিন ব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন রোগের বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও বিনামূল্যে ঔষুধ দেয়া হয়। ক্রমানয়ে এ ধরনের ক্যাম্প রামপাল উপজেলার অন্যান্য ইউনিয়নেও আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।