রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনায় মামলা
বিডিনিউজ:
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্য ও নিরাপত্তারক্ষীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার ক্যাম্পের হাবিলদার শহীদুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি সোমেন দাশ।
মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার দুপুরে ওসি সোমেন দাশ বলেন, হামলার ঘটনার পর পুলিশ জড়িত থাকার সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার রাতে জেলার রামপালে বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানার কয়লা ভিত্তিক ১৩২০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যাটেরিয়াল ইয়ার্ডে একদল লোক লোহার সরঞ্জাম চুরি করতে এসে বাধা পেয়ে কেন্দ্রের নিরাপত্তায় থাকা আনসার সদস্য ও নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালায়। এতে পাঁচজন আহত হন।
এদিকে, তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি চক্রের সঙ্গে বহিরাগত এই চোরদের যোগসাজশ রয়েছে বলে নিরাপত্তাকর্মীরা অভিযোগ করেছেন। তারা অবিলম্বে চক্রটিকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মেটেরিয়াল ইয়ার্ডের নিরাপত্তারক্ষী নারায়ণ বিশ্বাস ও ফিরোজুল ইসলাম বলেন, সাত বছর ধরে তারা চাকরি করেন। প্রতিনিয়ত এখানে চুরি করতে আসে এই চক্রটি। কখনো নদী পথে কখনো সড়ক পথে। বিভিন্ন সময়ে চুরি যাওয়া মালামালও উদ্ধার হয়েছে।
তারা অভিযোগ করেন, “এই কেন্দ্রে অসংখ্য মানুষ কাজে আসে। তারা এখানে মাল রেখে যায়। এদের মাধ্যমে এই ইয়ার্ডে মূল্যবান সরঞ্জাম রয়েছে তার খবর চোরেদের কাছে পৌঁছে দেওয়া হয়। এখানের খবর চোরেদের জানার কথা নয়। এরাই তাদের খবর দিয়ে দেয়।”
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মঙ্গলা হরিদ্রান বলেন, “এই ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমাদের সাথে কাজ করা কোনো প্রতিষ্ঠান যদি চুরির সাথে জড়িত থাকে, তার প্রমাণ পেলে কোনো ছাড় দেবো না, কঠোর ব্যবস্থা গ্রহণ করব।”
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রাসেলুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি এই ঘটনাটি কোনো ডাকাতির ঘটনা নয়। বিদ্যুৎ কেন্দ্রটি অরক্ষিত হওয়ায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে।”
“তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তারাও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যারা এই ঘটনায় জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ”