রামপাল নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন
রামপালের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।
এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকে ঘিরে নানা আলোচনা, সমালোচনা, বিরোধীতাসহ সুন্দরবন বিষেয়ে তিনি তার মতামত জানাবেন।
বিদ্যুৎ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহষ্পতিবার বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকেও সচিব প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন বলে জানা গেছে।
এরআগে বুধবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি বাতিল করার দাবি জানান।