রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি
সুন্দরবনের পাশে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদি সংগঠন।
রোববার জাতীয় প্রেসকাবের সামনে ‘সুন্দরবনের পাশে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলনে অংশ নেয়া সাংস্কৃতিক কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ’ শীর্ষক এক নাগরিক সমাবেশে বক্তারা এ দাবি জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এবং বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করে।
বাপার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গ্রিন ভয়েজের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের বাংলাদেশ অংশের কাছে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে। দেশি-বিদেশি পরিবেশবাদী সংগঠন, পরিবেশবাদী কর্মী, পরিবেশ বিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধিদের আপত্তি সত্বেও সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে সুন্দরবন ধ্বংসে নেমেছে।
বক্তারা বলেন, গত শতকেও সুন্দরবনের আয়তন ছিল ১৭ হাজার ৭০০ বর্গকিলোমিটারের বেশি। কিন্তু বর্তমানে এর আয়তন ১০ হাজার বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। মানুষের আগ্রাসনের কারণে দিন দিন সুন্দরবন সঙ্কুচিত হয়ে যাচ্ছে।