রামপালে বিদ্যুৎকেন্দ্রের ঋণচুক্তির খসড়া অনুমোদন

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ঋণচুক্তির খসড়া অনুমোদন দিয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির (বিআইএফপিসিএল) বোর্ড।  এবিষয়ে এক্সিম ব্যাংকের সাথে চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি।
আজ বুধবার রাতে সচিবালয়ে বিদ্যুৎ বিভাগে বিআইএফপিসিএল এর বোর্ড সভায় চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়।
ভারতের এক্মিম ব্যাংক ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্র করতে অর্থ দেবে। ভারতের এক্সিম ব্যাংকের সাথেই বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির (বিআইএফপিসিএল) চুক্তি করবে।
প্রায় ২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য কেন্দ্রটি স্থাপনে ১৬০ কোটি ডলার ঋণ দেবে এক্সিম ব্যাংক। বাকী টাকা দেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে।

Rampal power plant
সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগে  বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানির (বিআইএফপিসিএল) বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় চুক্তি প্রস্তাব অনুমোদন করা হয়। এরআগে আইন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দেয় চুক্তি।
গতবছর ১৩ জুলাই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে চুক্তি সই হয়। এরপর নানা কারণে ঋণ চুক্তি সই হতে দেরি হচ্ছিল।

বিদ্যুৎ বিভাগ জানায়, এ কেন্দ্রের মালিকানা দুই দেশের হলেও ঋণের পুরোটা দায়ভার থাকবে বাংলাদেশের ওপর।  বাংলাদেশ সরকার দেবে এ ঋণের ‘নিশ্চয়তা’, অর্থাৎ জামিনদার হবে।

এক্সিম ব্যাংকের দেয়া শর্ত অনুযায়ি, ১৬০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে ২০ বছরে। সাত বছর পর থেকে ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ শুরু হবে। ২৭টি অর্ধবার্ষিক কিস্তিতে এক্সিম ব্যাংককে ঋণ শোধ করতে হবে। ঋণের সুদের হার হবে লন্ডন আন্তব্যাংক হারের (লাইবর) সঙ্গে ১ শতাংশ সুদ যোগ করে। এছাড়া ঋণের অব্যবহৃত বা ছাড় না করা অর্থের ওপর বার্ষিক দশমিক ৫ শতাংশ হারে সুদ দিতে হবে। ঋণ প্রক্রিয়াকরণের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানের পরামর্শক মাশুল ২ লাখ ডলারও দিতে হবে বিআইএফপিসিএলকে।
রামপালে ৬৬০ মেগাওয়াট করে দুই ইউনিটের মোট ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রটি স্থাপনে ঠিকাদারি প্রতিষ্ঠান ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড (ভেল)।