রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে এবং এ ইস্যুতে পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি দেয়ায় পরিবেশ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে পরিবেশ মন্ত্রণালয় ঘেরাও এর উদ্দেশ্যে সচিবালয় অভিমুখে যাত্রা করে সংগঠনটি। এসময় পুলিশ তাদের বাধা দিলে তাৎক্ষণিকভাবে সচিবালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাম মোর্চা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতের পরিবেশ অধিদপ্তর পরিবেশ ধ্বংস করে এমন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি না দিলেও সরকার জনগণের বিরোধিতার মুখেও জোর করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এ সময় তারা অবিলম্বে এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের দেয়া ছাড়পত্রও বাতিলের দাবি জানান।