রামপাল বিদ্যুৎ পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে না
রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে না। আধুনিক প্রযুক্তিতে হওয়ায় এটি পুরোপুরি পরিবেশ বান্ধব হবে।
এমন দাবি করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) প্রকৌশলী খালেদ মাহমুদ। ইন্সটিটিউশন অব ইঞ্চিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ইলেক্ট্রিক্যাল ইঞ্চিনিয়ার্স বিভাগ আয়োজিত এক আলোচনার মূল প্রবন্ধে তিনি একথা বলেন।
বুধবার আইইবি মিলনায়তনে ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প: টেকসই উন্নয়নের প্রতিক’ বিষয়ক এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইলেক্ট্রিক্যাল ইঞ্চিনিয়ার্স বিভাগের সভাপতি প্রকৌশলী হামিদুল হক। আলোচনায় অংশ নেন আইইবি সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়া, প্রকৌশলী আব্দুল হালিমসহ অন্যরা।
মূল প্রবন্ধে বলা হয়, রামপালে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে তার চিমনী অনেক লম্বা হবে। কয়লা বহন করা হবে ঢেকে। ভাঙা হবে বন্ধ জায়গাতে। ফলে পরিবেশের ক্ষতি হবে না। বাংলাদেশের অর্থনীতিতে এই কেন্দ্র অনন্য অবদান রাখবে। প্রতি বছর এখানে গড়ে ৪০ লাখ ৭২ হাজার মেট্রিক টন কয়লা লাগবে।