রামপাল বিদ্যুৎ বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ

রামপালসহ সুন্দরনবনের পাশে সকল কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রক্রিয়া বাতিলের দাবি করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।
কমিটির উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।
কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ সমাবেশে বলেন, সরকার দেশবাসীর মতামত ও স্বার্থ উপেক্ষা করে বেআইনিভাবে এই চুক্তি করেছে। রামপালের কারণে সুন্দরবনের ক্ষতি হবেই। সকল বিশেষজ্ঞই তাই বলছে।
দেশের ৯৯ ভাগ মানুষ এই চুক্তির বিরুদ্ধে।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, জাতীয় স্বার্থ উপেক্ষা করে ভারতীয় স্বার্থে এই চুক্তি করা হয়েছে।
এই কয়লা বিদ্যুৎ বাতিল করা না হলে ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ যাত্রার কর্মসূচি ঘোষনা দেয়া হয়েছে।