রাশিয়ার জ্বালানি তেল উৎপাদনে রেকর্ড
সোভিয়েত পরবর্তী সময়ে রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে রাশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন। অব্যাহত দরপতনের মুখে বাজার দখল ও রাজস্ব আদায়ের পরিমান বজায় রাখতে গিয়ে পণ্যটির উত্তোলন বাড়িয়ে তুলেছে দেশটির উৎপাদনকারীরা। সম্প্রতি দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রুশ জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত মাসে রাশিয়ার জ্বালানি তেল ও অপরিশোধিত তরল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ১ কোটি ৮ লাখ ২৫ হাজার ব্যারেলে। নভেম্বরের তুলনায় এ সময়ে উত্তোলন বেড়েছে দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, গত বছর ২০১৪ সালের তুলনায় পণ্যটির উত্তোলন বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৪ শতাংশ। ২০১৪ সালে রাশিয়ার দৈনিক গড় উত্তোলন দাঁড়ায় ৫৩ কোটি ৪০ লাখ টন বা ১ কোটি ৭ লাখ ২৬ হাজার ব্যারেলে।
বিদেশী বিনিয়োগ ও প্রযুক্তি ছাড়াই অব্যাহত দরপতনের মুখেও রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দাঁড়িয়েছে সোভিয়েত যুগের পর সর্বোচ্চে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে দেশটিতে বিদেশী বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার কমে এসেছে। দেশটির পশ্চিম সাইবেরিয়া অঞ্চল থেকে উৎপাদন বাড়িয়ে তুলেছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে, কয়েকটি মাঝারি উচ্চতার প্রকল্পও হাতে নিয়েছে প্রতিষ্ঠানগুলো।
২০১৫ সালে রাশিয়ার দৈনিক গড় রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫২ লাখ ৫০ হাজার ব্যারেলে। এ সময়ে রাশিয়ার বাইরে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোয় পণ্যটির দৈনিক গড় রফতানি ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ লাখ ২০ হাজার ব্যারেলে।