রাশিয়ায় শুরু হয়েছে ১৯তম বিশ্ব যুব ও শিক্ষার্র্থী উৎসব-২০১৭
রাশিয়ার সোচি’তে শুরু হয়েছে ১৯ তম বিশ্ব যুব ও শিক্ষার্র্থী উৎসব -২০১৭। ২২ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। এই সোচিতেই ২০১৪ সালে অনুষ্ঠিত হয় শীতকালীন অলিম্পিক গেম্স এবং ফর্মুলা ওয়ান এর গ্রাঁ প্রি। এবার ১৫০টি দেশের ১৮ থেকে ৩৫ বছরের ২০ হাজারের বেশি প্রতিনিধি যুব উৎসবে অংশ নিয়েছে। অংশগ্রহনকারীদের জন্য অন্যান্য কর্মসূচীসহ বিজ্ঞান ও শিক্ষা, সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে।
ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্দার ডেমিন বলেন, এই উৎসব বিশ্ব যুব সম্প্রদায়কে আরো সংঘবদ্ধ করবে।
রোসাটম দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি পিমেনোভ তার বক্তব্যে বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রেই নয় বরং বিভিন্ন মানবিক বিষয়েও বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সহযোগিতা বেগবান করবে। তিনি জানান, বর্তমানে ৫০ জন বাংলাদেশী রাশিয়ায় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষালাভ করছে। এবছর আরো ২০ জন তাদের সঙ্গে যুক্ত হবার অপেক্ষায় আছে।
বিশ্ব যুব ও শিক্ষার্থী উৎসব ১৯৪৭ সালে প্রথমবারের মতো প্রাগে অনুষ্ঠিত হয়। ১৯৫৭ ও ১৯৮৫ সালে রাশিয়া মস্কোতে উৎসবটি আয়োজন করে। এবারের উৎসবে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে অত্যন্ত প্রাসঙ্গিক কিছু বৈশ্বিক কিছু সমস্যা নিয়ে বিভিন্ন আলোচনা ও শিক্ষামূলক বিষয়ের আয়োজন করা হয়েছে। উৎসবের একেকটি দিন বিশ্বের বিশেষ কোন অঞ্চলকে উৎসর্গ করা হবে।