রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প
রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ২৫ মিনিটে) ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূকম্পনটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার ইয়েলিজোভো অঞ্চল থেকে ৯৫ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারও কোনো সুনামি সতর্কতা জারি করেনি।