রায়পুরে ২৮০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা উপকূলীয় উত্তর চরবংশী ইউনিয়নের ঘাসিয়ারচর গ্রামে ২৮০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
মঙ্গলবার ঘাসিয়ারচর গ্রামে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, রায়পুর বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র রক্ষিত ও পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।