রিগ কিনতে চীনের কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাপেক্স
গ্যাসক্ষেত্রের কূপ খনন যন্ত্র (ওয়ার্কওভার রিগ) কিনতে চীনের কোম্পানি মেসার্স এস জে পেট্রোলিয়াম মেশিনারি কোম্পানির (সিনোপেক) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কর্পোরেশন (বাপেক্স)।
রোববার এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীতকল্পে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়ানোর জন্য বাপেক্সের অপারেশনাল ক্যাপাবিলিটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাস্তবায়নাধীন রূপকল্প প্রকল্পের আওতায় পেট্রোবাংলার গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে একটি ওয়ার্কওভার রিগ কিনবে বাপেক্স। রিগটি ৬০০-৬৫০ হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি মেকানিক্যাল ওয়ার্কওভার রিগ।