রিলায়েন্সের বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে।
রিলায়েন্স তাদের বিদ্যুৎকেন্দ্রর আশপাশের স্কুল ও বিভিন্ন বাড়িতে গাছ লাগিয়েছে।
রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড, স্যামসাং সিএন্ডটি কর্পোরেশন এবং অন্যান্য উপ-ঠিকাদারের অধীনরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
রিলায়েন্স বাংলাদেশ এলএনজি এন্ড পাওয়ার লিমিটেড, সোনারগাও এর মেঘনাঘাটে গ্যাসভিত্তিক ৭১৮ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে।
মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুল এবং গ্রামে বিভিন্ন প্রজাতির ৫০০টি গাছের চারা বিতরণ করেছে। কর্মসূচীতে স্থানীয় দুটি স্কুলের শিক্ষার্থী, এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ সচেতনতার জন্য একটি উল্লেখযোগ্য দিন এবং
প্রতিবছর ৫ই জুন বিশ্বব্যাপী পরিবেশ দিবস পালিত হয়। এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ইকোসিস্টেম পুনরুদ্ধার’ এবং স্লোগান ছিল ‘পুনকল্পনা, পুননির্মাণ, পুনরুদ্ধার’।
রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড নারায়ণগঞ্জ, সোনারগাঁও এর মেঘনাঘাটে একটি ৭১৫ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। সংস্থাটি বিশ্বমানের প্রযুক্তি সরঞ্জাম ব্যবহার করছে যা কম জ্বালানি খরচ এবং ন্যুনতম কার্বণ নির্গমন এর মাধ্যমে কার্যকর এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ করবে। বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন শুরুর প্রায় শেষ পর্যায়ে আছে।