রিলায়েন্সের বিশ্ব পরিবেশ দিবস পালন
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বপরিবেশ দিবসে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড ‘প্রকৃতির সাথে সমন্বয় বজায় রেখে জীবন যাপন’ কেন্দ্রীক ‘প্লাস্টিক দূষণের সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে।
সোমবার (৫ই জুন) নির্মাণাধিন বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এবং আশেপাশে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে গাছের চারা বিতরণ করে । ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য মেঘনা আইডিয়াল স্কুল, লিটল ফ্লাওয়ার স্কুল এবং ইসলামপুর প্রাথমিক বিদ্যালয় এই তিন বিদ্যালয়ে কুইজ প্রতিযোগীতা, প্লাস্টিকের পূনঃব্যবহারের মাধ্যমে সৃজনশীল পণ্য উৎপাদন প্রতিযোগীতা এবং বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে।
এসব প্রতিযোগীতা ও কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নির্মাণাধিন বিদ্যুৎকেন্দ্রের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড নারায়ণগঞ্জ, সোনারগাঁও এর মেঘনাঘাটে ৭১৮ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে যা কম জ্বালানি এবং ন্যুনতম কার্বণ নির্গমনের মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ সরবরাহ করবে।