রিলায়েন্সের সাথে ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি

ভারতের রিল্যায়েন্সের সাথে ৭১৮ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি হয়েছে। আমদানি করা তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হবে।

আজ রোববার রাজধানীর বিদ্যুৎভবনে এই চুক্তি হয়েছে।
গ্যাস ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত বিদ্যুৎ বিভাগের সাথে বাস্তবায়ন চুক্তি ও পিডিবি‘র সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয়। এসময় সঞ্চালন সংক্রান্ত বিষয় নিয়ে পিজিসিবি’র সাথে এবং গ্যাস সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো: লি: এর সাথেও চুক্তি হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম বলেন, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। সকলকে নির্ধারিত সময়ের মধ্যেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া যাবে। তিনি প্রকল্প সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের অনুরোধ করেন।
চুক্তি অনুযায়ী ৩৬ মাসের মধ্যে বিদ্যুৎ বাণিজ্যিকভাবে উৎপাদনে আনতে হবে। ২২ বছর বিদ্যুৎ কেনার চুক্তি করা হয়েছে। এলএনজির ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭.৩১২৩ সেন্ট ধরা হয়েছে।
চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্নসচিব শেখ ফয়েজুল আমিন, পিডিবি’র পক্ষে পিডিবি’র সচিব সাইফুল ইসলাম আজাদ, পিজিসিবি’র পক্ষে কোম্পানির সচিব মোহাম্মদ জাহাঙ্গির আজাদ, তিতাসের পক্ষে তিতাসের সচিব মাহমুদর রব এবং রিলায়েন্স বাংলাদেশ এলএনজি এন্ড পাওয়ার লি. এর পক্ষে কোম্পানির পরিচালক সমীর কুমার গুপ্ত সই করেন।
পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ এর সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি সংক্রান্ত প্রধান সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো: রাহমাতুল মুনিম বক্তব্য রাখেন।