রিলায়েন্স বাংলাদেশ এর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড ‘ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা প্রতিরোধ’ বিষয়কে সামনে রেখে বিশ্বব্যাপি বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করেছে।
নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ভেতর বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সমাবেশে এখানের কর্মীরা অংশ নেয়। বিতরণ করেছে ৭৭৫টি গাছের চারা।
ছাত্রছাত্রী এবং স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে বিদ্যুৎকেন্দ্রের পাশে তিনটি বিদ্যালয়ে (গঙ্গানগর প্রিপারেটরি স্কুল, ৭০ নং ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুল) বাগান তৈরির প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। প্রতিযোগীতা ও কর্মসূচিতে অংশ অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে পুরস্কার দেয়া হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীসহ ঠিকাদারী প্রতিষ্ঠান স্যামসাং সিএন্ডটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দেয়া, গাছ লাগিয়ে জমি পুনরুদ্ধার, বর্জ্য কমানো, পুনঃপ্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরন কমানো এবং আগামী প্রজন্মের জন্য সবুজায়ন এবং প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার শপথ গ্রহণ করেন ।

রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড নারায়ণগঞ্জ, সোনারগাঁও এর মেঘনাঘাটে ৭১৮ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে।