রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখার সুপারিশ

দেশের স্বার্থে পাবনার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। স্পর্শকাতর এ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন।  এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য আয়েন উদ্দিন, নুরুল ইসলাম মিলন এবং হাজেরা খাতুন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তার অধীনস্থ দফতর, অধিদফতর ও পরিদফতরের অধীনে চলমান প্রকল্প ও কর্মসূচীর অগ্রগতির বিষয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ১৬টি প্রকল্প চলমান আছে।

প্রকল্পগুলোর কাজের মেয়াদ আগামী বছর পর্যন্ত। মন্ত্রণালয় থেকে প্রকল্পগুলোর কাজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ করেছে কমিটি।