রুশ জ্বালানিপণ্য রফতানিতে উল্লম্ফন
রাশিয়ারি জ্বালানিপণ্যের রফতানি বেড়েছে নভেম্বরে। দেশটি পাইপলাইনে জ্বালানি রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ও অক্টোবরে শোধনাগার রক্ষণাবেক্ষণ মৌসুম শেষ হওয়ায় এ উল্লম্ফন ঘটেছে। ভার্টেক্সার জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করে এ সংবাদ জানা গেছে। খবর আরটি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে দৈনিক ২২ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি পণ্য রফতানি করেছে রাশিয়া, যা অক্টোবরের দৈনিক ১ লাখ ৬৪ হাজার ব্যারেলের চেয়ে কম।
মস্কো জ্বালানি রফতানি বিধিনিষেধ শিথিল করায় নভেম্বরে ডিজেল ও পেট্রল রফতানি আগের মাসের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। মাসটিতে রফতানির পরিমাণ তিন মাসের সর্বোচ্চ গড়ে দৈনিক ৮ লাখ ৯৪ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। ভার্টেক্সার মতে, এসব জ্বালানি পণ্যবাহী কার্গোর সিংহভাগেরই গন্তব্য ছিল আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা বিশেষ করে ব্রাজিলে।
এদিকে কৃষ্ণ সাগরে ঝড়ের কারণে রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ায় সমুদ্রপথে চার সপ্তাহের গড় অপরিশোধিত জ্বালানি তেল রফতানি তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। তবে ডিজেল ও পেট্রলের সরবরাহ বাড়ায় গত মাসে জ্বালানি পণ্যের রফতানি বেড়েছে।
জ্বালানি তেল সরবরাহ প্রায় ৪ শতাংশ বেড়ে দৈনিক ৭ লাখ ২৭ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে। একই সময় শোধনাগারে পেট্রলের মজুদ ছয় মাসের সর্বোচ্চ দৈনিক ১ লাখ ৪৯ হাজার ব্যারেল বেড়েছে।
বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, ডিসেম্বরে কৃষ্ণ ও বাল্টিক সাগর বন্দর দিয়ে রুশ ডিজেল রফতানি জুলাইয়ের পর সর্বোচ্চে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।