রূপগঞ্জ থেকে গ্যাস উত্তোলন শুরু

দেশের ২৬তম গ্যাসক্ষেত্র রূপগঞ্জ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গ্যাস ক্ষেত্রের এক নম্বর কূপ থেকে প্রতিদিন ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। পরে এই কূপ থেকে এক কোটি ঘনফুট গ্যাস তোলা হবে। ২৭ শে মার্চ এই গ্যাস উত্তোলন শুরু করে বাপেক্স।

তিতাস গ্যাস ট্রান্সমিশর এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (টিজিটিডিসিএল) জানায়, রূপগঞ্জ-কামতা সঞ্চালন লাইনের মাধ্যমে এই গ্যাস সরবরাহ করা হচ্ছে। ৫০০-৫৫০ (পিএসআই) চাপে নিরাপদ ও নিরবচ্ছিভাবে গ্যাস সরবরাহ হচ্ছে।

২০১৪ সালের ২৫শে জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল আবাসিক প্রকল্পে অবস্থিত রূপগঞ্জে কূপ খনন শুরু করে বাপেক্স। একই বছরের ২১শে জুন তিন হাজার ৬১৫ মিটার গভীর পর্যন্ত খনন করে গ্যাসের সন্ধান পায়। তবে গ্যাস পাওয়ার পর নানা জটিলতায় গ্যাস পাইপলাইন স্থাপন করা যাচ্ছিল না। গ্যাস পাওয়ার আড়াই বছর পর এই ক্ষেত্র থেকে গ্যাস তোলা শুরু হলো।

বাপেক্স সূত্র জানায়, রূপগঞ্জে প্রায় তিন হাজার ৬০০ মিটার গভীরে অনুসন্ধান কূপের শেষ দিক থেকে গ্যাস পাওয়া যায়। তিন হাজার ৩০০ মিটার গভীরে গ্যাসের আরেকটি স্তর আছে। ওই স্তরটি ছয় মিটার পূরত্বের। সেখানে আরো গ্যাস মজুদ আছে।

বাপেক্স ২০১০ সালে রূপগঞ্জে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করে।  এতে সেখানে গ্যাস থাকার ধারণা পাওয়া যায়।