রূপপুরের প্রতিবেদন দিতে হবে আদালতে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র তোলার অস্বাভাবিক খরচ তদন্তে গণপূর্ত মন্ত্রণালয় ও অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।

নির্মাণাধীন এসব ভবনে আসবাবপত্র ও আনুষঙ্গিক কাজের দরপত্র প্রক্রিয়া নিয়ে বিচারিক তদন্ত চেয়ে করা এক রিট আবেদনে আদালত তদন্ত শেষে প্রতিবেদন চেয়ে এর শুনানি মুলতবি রেখেছে।

সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাই কোর্ট বেঞ্চে এই শুনানিতে রিট আবেদনের পক্ষে ছিলেন সাইয়্যেদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিতে তিনি একটি স্বাধীন তদন্ত কমিটি বা একটি বিচারিক তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে আবেদন করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, দুটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এই রিপোর্ট দুটি আগে আসুক। তারপর যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। সে পর্যন্ত মূলতবি রাখা যেতে পারে।

এরপর আদালত মন্ত্রণালয়ের ওই প্রতিবেদন দেখার জন্য শুনানি মুলতবির আদেশ দেয়।