রূপপুরের মতই পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু হলো রাশিয়ায়

রাশিয়ার নভোভারোনেঝ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প-২ এর দ্বিতীয় ইউনিটটি স¤প্রতি দেশটির জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক এই ইউনিট থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশের রূপপুরেও এমনই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

আপাতত পরীক্ষামূলক চলছে। পর্যায়ক্রমে উৎপাদন ক্ষমতা শতভাগ করা হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে ইউনিটটির আনুষ্ঠানিক উৎপাদনের দিন ঠিক করা হয়েছে। ইউনিটটি মূলত রাশিয়ার ইউরোপীয় অংশে বিদ্যুৎ সরবরাহ করবে।

রসাটমের প্রথম উপপ্রধান নির্বাহী এবং এএসই গ্রæপ অব কোম্পানীজের প্রেসিডেন্ট আলে·ান্ডার লোশকিন বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ন মাইলফলক। এটি দীর্ঘ দিনের ঐকান্তিক প্রচেষ্টা ও দক্ষতার ফসল।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের ফ্ল্যাগশিপ রিয়্যাক্টর হচ্ছে ভিভিইআর-১২০০। ৩+ প্রজন্মের এই রিয়্যাক্টরটি পূর্ববর্তী ভিভিইআর-১০০০ এর বিবর্তনমূলক মডেল। নতুন রিয়্যাক্টরটিতে অনেক প্যারামিটারের উন্নতি ঘটেছে যেমন, এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ, প্রয়োজনীয় জনবল ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে, জীবনকাল ৬০ বছর পর্যন্ত বেড়েছে। যা ৮০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। বর্তমান বিশ্বে এই রিয়্যাক্টরটি সর্বাধিক নিরাপদ হিসেবে বিবেচিত এবং এটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) নির্ধারিত নিরাপত্তা চাহিদা সম্পুর্ন মেটাতে সক্ষম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক ২টি ইউনিট স্থাপন করা হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগা ওয়াট। প্রথম ইউনিটটি ২০২৩ এবং দ্বিতীয়টি ২০২৪ সাল নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য ঠিক করা হয়েছে।