রূপপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন তালিকা: ক্ষতিপূরণে ২৮ কোটি টাকা

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকার ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের’ নতুন তালিকা করা হচ্ছে।এর আগে ক্ষতিগ্রস্তদের যে তালিকা করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এরআগে ক্ষতিগ্রস্তদের যে তালিকা করা হয়েছিল সেখানে ৭৭৫ জনের নাম ছিল। এই তালিকা বাতিল করা হয়েছে। নতুন তালিকা করার জন্য ঈশ্বরদীর  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে চিঠি দিয়েছে পাবনা জেলা প্রশাসন।
চিঠিতে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা, তারা যেন বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিনের সই করা চিঠিতে বলা হয়েছে, উপজেলার রূপচরকনিকা মৌজার ৮০০ একর এবং প্রকল্প এলাকার বাহিরচর ও চররূপপুর মৌজার ১৯০ একর খাস জমিতে অস্থায়ীভাবে চাষাবাদকারী ক্ষতিগ্রস্ত ৭৭৫ কৃষকের ফসলের ক্ষতিপূরণের জন্য এককালীন ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ করা ৭০০ কোটি টাকা থেকে দেয়া হবে।

কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়েছে। বিঘাপ্রতি কলাই চাষে ২১ হাজার ৮০০ টাকা, খেসারি চাষে ১৮ হাজার ৯০০টাকা, লাউ চাষে ৭৭ হাজার ৯০০, আখ চাষে ৩০ হাজার ৫৯০ টাকা এবং কলা ও পেঁপে চাষে এক লাখ ৯১ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

রূপপুর প্রকল্প সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, কমিটির মাধ্যমে নতুন প্রক্রিয়া অনুসরণ করে তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা যে যথাযথ ক্ষতিপূরণ পায় সেটা দেখা হবে। আবার যার কোন জমি নেই সে যেন সুবিধা না পায় সেটাও দেখা হবে।
নতুন তালিকা চূড়ান্ত করেই এই ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হবে বলে জানা গেছে।