রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকৌশল জরীপ করবে মস্কো

রুশ কোম্পানি অর্গানএনার্গোস্টúই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় প্রকৌশল জরিপ পরিচালনা, পরিবেশ মনিটরিং এবং প্রকল্প তথ্য তৈরি করবে। রুশ রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন- রোসাটমের অঙ্গ প্রতিষ্ঠান এটমএনার্গোপ্রয়েক্ট গত ডিসেম্বর মাসে দরপত্র আহবান করে। সেই দরপত্র মূল্যায়নের ভিত্তিতে এই প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে।
এ কাজের জন্য এক কোটি ৮২ লাখ ডলার  দিতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হবে।
অর্গানএনার্গোস্টúই প্রকল্প নকশা, জরিপ, গবেষণা ও উন্নয়ন, বিদ্যুৎ প্রযুক্তি ও প্রকল্প বাস্তবায়ন, তেল ও গ্যাস কমপ্লেক্স, তেল পরিবহনসহ এনার্জি খাতে বিভিন্ন ধরনের কাজ করে। আণবিক বিদ্যুৎ প্রকল্প, কয়লা ভিত্তিক বিদ্যুৎ, জল বিদ্যুৎ, গ্রীড লাইনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কোম্পানিটির।
রূপপুর আণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত কাজ ২০১৬ সালে শুরু করার পরিকল্পনা আছে। আগামী ২০২০ সাল নাগাদ প্রথম ইউনিটটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রথম আণবিক বিদ্যুৎ প্রকল্পে দুটি ইউনিট থাকবে। এখানে সর্বাধুনিক ও নিরাপদ ভিভিইআর প্রযুক্তি ভিত্তিক আণবিক চুক্তি স্থাপন করা হবে।