রূপপুর দ্বিতীয় ইউনিটের রিয়াক্টর পাঠানো শুরু
নিজস্ব প্রতিবেদক:
জেএসসি এইএম টেকনোলজির ভল্গোদনস্ক শাখা (রোসাটমের যন্ত্র প্রস্তুতকারী শাখা এটোমএনার্গোম্যাস) রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়াক্টর পাঠানো শুরু করেছে। নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর ১২০০ চুল্লির জন্যে চুল্লিপাত্র এবং প্রথম দুইটি স্টীম জেনারেটর আসবে।
যন্ত্রাংশ প্রস্তুতির শেষ ধাপ হলো আভ্যন্তরীণ যন্ত্রাংশের পরীক্ষামুলক ভাবে সাজানো। নকশা অনুযায়ী কোর ব্যারেল, কোর বাফেল এবং প্রতিরক্ষামূলক টিউব ইউনিটকে চুল্লি পাত্রের অভ্যন্তরে স্থাপন করা হয়। বাংলাদেশের প্রতিনিধিসহ এই কেন্দ্রের বিশেষজ্ঞরা যন্ত্রাংশের কার্যক্রম পরিদর্শন করেন। এর মাধ্যমে এই যন্ত্রাংশের জ্যামিতিক পরিমাপ, নকশা অনুযায়ী সারি এবং গুণগতমান নিশ্চিত করা হয়।
জেএসসি এইএম টেকনোলোজির ডিরেক্টর জেনারেল ইগোর কটভ এই জাহাজীকরণের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমানবিক বিদ্যুৎ প্রকল্প। চুক্তির অনুযায়ী এই পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের মূল যন্ত্রাংশগুলো সময়মত পাঠানো হচ্ছে।
রিয়াক্টর প্লান্ট প্রস্তুতি অত্যন্ত উচ্চ প্রযুক্তির কাজ। যার দক্ষতা বিশ্বে কয়েকটি দেশের আছে মাত্র।